বাদিনীকে মামলা তুলে নেয়ার হুমকিতে সংবাদ সম্মেলন
ভোলাহাটে(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃভোলাহাটে ধর্ষণ চেষ্টা মামলার স্বাক্ষীদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও বাদিনীকে মামলা তুলে নেয়ার হুমকিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি পরিবার।১২ জুন রবিবার বেলা ১২ টার দিকেতাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ধষর্ণ চেষ্টা মামলার বাদিনী ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের মেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের হুজরাপুর গ্রামের মৃতঃ মইনুল ইসলামের ছেলে মোঃ রুনু ইসলাম ঠিকাদারের কাজে মহানন্দা নদীর পাড় বাঁধতে আসলে তাঁর সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে আপত্তিজনক প্রস্তাব দেয়ায় আমাদের দূরত্বের সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, ১৪ ফেব্রæয়ারি বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের তেতুলতলা এলাকায় রহনপুর থেকে বাড়ি আসার পথেআমাকে ভালো ভাবে ডেকে ঠিকাদার মোঃ রুনু ইসলাম ধর্ষণ চেষ্টা করে। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় মোঃ রুনু ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় ভোলাহাট থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করি। তদন্ত প্রতিবেদনে আসামির বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০০৩) আইনের ৯(৪)(খ) ধারায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়।
তিনি লিখিত বক্তব্য আরো বলেন, এ মামলায় আসামী মোঃ রুনু ইসলাম বিজ্ঞ আদালত থেকে ২৭ মার্চ জামিন নেয়ার পরে তাঁর বিরুদ্ধে মামলা করায় আমার উপর মারমুখি হয়ে বিভিন্ন ক্ষতি করবে বলে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২৮ মার্চ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন,আমার মামলাটি তুলতে বাধ্য করতে না পারায় আমার পরিবার, মামলার তদন্ত প্রতিবেদনকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও স্বাক্ষীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।মামলার ২ জন স্বাক্ষী আমার অসুস্থ্য বাবাকে মারপিটের অভিযোগ তুলে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ কেসের সীল মারা চিকিৎসাপত্র নিয়ে ভোলাহাট থানায় মিথ্যা জিডি করেন। পুলিশ মিথ্যা জিডিকে প্রসিকিউসন মামলা দায়ের করে।
আমি অসহায় মেয়ে আমার বাবা অসুস্থ্য। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষেরে হস্তক্ষেপ কামনা করছি। মামলার সাথে জড়িত তদন্ত প্রতিবেদনকারী, স্বাক্ষী ও আমার পরিবারের উপর আকবর খান সোহেলের দায়ের করা মিথ্যা মামলা সঠিক তদন্ত ও ধর্ষণ চেষ্টা মামলার সুবিচারের দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাক্ষী ও ভুক্তভ‚গী পরিবারের সদস্যরা।
গোলাম কবির-ভোলাহাটে(চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার