ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ এলজি এসপির অর্থায়নে গ্রামীণ রাস্তা উন্নয়নের কাজে ভোলাহাট সদর ইউনিয়নের আরসিসি রাস্তার নির্মাণ কাজ দেখতে গিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান নির্মাণ শ্রমিকদের সাথে কাজে লেগে পড়েন। ২৪জুন শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রবিউলের বাড়ী থেকে নাসর বাড়ীর অভিমুখে ২’শ ৩৩ ফুট আরসিসি রাস্তা ৪লাখ ২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ দেখতে যান চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান। সেখানে গিয়ে নির্মাণ শ্রমিকদের কোদাল নিয়ে নিজেই লেগে পড়েন কাজে। তিনি বলেন, এ রাস্তাটি নির্মাণ হলে একটি বিশাল বড় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তিনি বলেন, এ রাস্তাটিতে অল্প বৃষ্টির পানিতেই ঢুবে যেত। রাস্তাটি নির্মাণ হওয়ায় পানিতে আরঢুবে থাকবে না। তিনি তাঁর ইউনিয়নের যোগাযোগের ক্ষেত্রে রাস্তানির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আহাসান কবির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এরফান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোলাম কবির-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
আরো পড়ুন : জুমআর দিনের আমল ও ফজিলত