ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলা প্রচ্ছদ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব চূড়ান্ত (অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মে মঙ্গলবার বিকেলে উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।উদ্বোধনি বঙ্গবন্ধুখেলায়অংশগ্রহণ করে উপজেলার গোহালবাড়ী ও দলদলী ইউনিয়ন দল। ০-২ গোলে দলদলী বিজয়ী হয়। পরে অংশ গ্রহণ করে ভোলাহাট ও জামবাড়ীয় ইউনিয়ন ফুটবল দল। ০-১ গোলে জামবাড়ীয়া বিজয়ী হয়। বঙ্গমাতা খেলায় অংশগ্রহণ করে দলদলী ও জামবাড়ীয়া উইনিয়ন দল। পরে ভোলাহাট ও গোহালবাড়ী ফুচবল দল অংশগ্রহণ করে।এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, সাব-রেজিষ্টার বিদ্যুৎ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানসহ অন্যরা। ৩০ মিনিট করে ৬০ মিনিটের এ খেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এত্তেশার আলম কামাল, মোঃ সেলিম রেজা। বিজয়ী এই ফুটবল দল থেকে বিজয়ীরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতিযোগিতা করবে।
মোঃ গোলাম কবির-ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : ভোলাহাটে জেলা প্রশাসকের মতবিনিময়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *