ভোলাহাটে বিভিন্ন দাবীতে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

জাতীয় প্রচ্ছদ মুক্তিযুদ্ধ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আযোজিত বিভিন্ন দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার বেলা ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক কমান্ডার মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভকেট মোঃ আব্দুস সামাদ।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, সরকারি রেশনীং ব্যবস্থা, উৎসব ভাতা বৃদ্ধি, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও বাংলাদেশ সরকারের প্রধানমুন্ত্রী শেখ হাসিনার উন্œয়নকে তরান্নিত করার দাবীতে আলোচনা সভায় অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সাবেক মুাক্তযোদ্ধা কমান্ডার বীর মুাক্তযোদ্ধা মোঃ মুনির উদ্দিন মুন্টু, বীর মুাক্তযোদ্ধা মোঃ আকরাম হোসেন, মোঃ আফসার হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ আলী ইমাম (মাস্টার) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে মোঃ রাজু আহম্মেদসহ অন্যরা। আলোচনা সভা সঞ্চলনা করেন বীর মুাক্তযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুাক্তযোদ্ধা ও তাঁদের পরিবাদের সদস্যরা।

গোলাম কবির-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : শরবতের সাথে ঘুমের টেবলেট মিশিয়ে শিশু ধর্ষন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *