ভোলাহাটে ভুটভুটি উল্টে আহত ৮

জাতীয় প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভুটভুটি উল্টে ৮জন আহত হয়েছে। সোমবার ১২ জুন দুপুর সোয়া ১ টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বারইপাড়া গ্রামে পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকা থেকে গরু ভর্তি একটি ভুটভুটি রহনপুর গরুর হাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ৪জন গুরতরসহ মোট ৮ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, উপজেলার তিলকি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো: আনোয়ারুল ইসলাম (৫০), মো: মুনিরুল ইসলাম (৪০), সুরানপুর গ্রামের আরজেদের ছেলে মো: ইউসুফ আলী (৪০), সানোয়ারের ছেলে মো: সাবিরুল (৪০), মাসলুর ছেলে মো: ইশা (৫০), আলাউদ্দিনের ছেলে মো: আমিরুল (৪০), কুমিরজান গ্রামের নুরুর হকের ছেলে জিয়াউর রহমান (৫০), বিরেশ^রপুর গ্রামের আনগাতের ছেলে আব্দুল আলিম (৪৫)।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো: তুসার ও ডাঃ মোসা: ওহিদা জানান গুরতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। বাঁকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

গোলাম কবির-ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : সিলেট সিটি নির্বাচনে এবার কি হবে বিএনপির ‘দূর্গে’ 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *