মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীর সঙ্গে ঢাবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০

ক্রাইম নিউজ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাস্টার দা সূর্য সেন হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন গেটে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মাস্টার দা সূর্য সেন হলের অভি নামে এক শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। মার্কেটিং বিভাগের তুষার হাসান নামে আরেক জনের পা মচকে গেছে। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবুজ আলম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জাওয়াদ ও সোপান নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত বাকি শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

জানা গেছে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এ সময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুই সংগঠনের নেতাকর্মীর মধ্যে হাতাহাতি হয়।

এরপর কোনোভাবে সনজিত ও সাদ্দাম ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরে যওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে থেকে ফিরে আসার সময় তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে যুবলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনেক মানুষের যখন সমাগম হয়, তখন স্বাভাবিকভাবেই কিছুটা জটিলতা সৃষ্টি হতেই পারে। একে সংঘর্ষ বলা যায় না।

আরো পড়ুন : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী প্রথম জাতীয় সান্তাল মিউজিক ফ্যাষ্টিভ্যাল-২০২২

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *