‘মাটির মানুষ শাইখ সিরাজ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে নিয়ে দেশবরেণ্য ৬০জন লেখক, গবেষক, চিন্তাবিদ ও পরিজনের লেখায় ‘মাটির মানুষ শাইখ সিরাজ’ নামের একটি বই প্রকাশ হয়েছে। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। ‘মাটির মানুষ শাইখ সিরাজ’ বইটির প্রকাশ উপলক্ষে ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক প্রকাশনা উৎসবের আয়োজন করে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘চন্দ্রবতী একাডেমি’। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে বাংলাদেশের কৃষি উন্নয়নে শাইখ সিরাজের ভূমিকা তুলে ধরেন। বইটির সম্পাদক এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শাইখ সিরাজ বিশ্ববিদ্যালয়ে আমার সরাসরি ছাত্র ছিলেন। শিক্ষক হিসেবে তার উপর রচিত বইটি সম্পাদনা করতে পেরে আমি আনন্দিত। শাইখ স্বনামে পৃথিবীখ্যাত। তার সাফল্য ধারা আরও বিস্তৃত হউক।’ প্রকাশনা অনুষ্ঠানে আরো উপন্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা আনোয়ারা সৈয়দ হক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, চিটাগাং ব্যাটিনারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম গোহ, সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, ছড়াকার আমীরুল ইসলামসহ দেশের বিশিষ্টজনেরা।

প্রকাশক মোহাম্মদ কামরুজ্জামান কাজল বলেন, ৪৫ ফর্মার চাররঙা ছাপা বইটি বই বিপনী বিতানসহ অনলাইনেও কেনার সুযোগ থাকছে। প্রকাশন অনুষ্ঠানে শাইখ সিরাজ, তাঁর স্ত্রী সাহানা সিরাজ ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : হায়েনার মতো অপরাধ করছে ইসলাইল

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *