মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ- নওগাঁর মান্দায় যাতায়াতের একটি রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের গাগড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
মারধরে আহতরা হলেন, ওই গ্রামের তয়েজ উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৬০) ও ছেলে শফিকুল ইসলাম (৪০)। ঘটনায় প্রতিপক্ষের পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
আহত শফিকুল ইসলাম জানান, ‘আমাদের বসতভিটার পাশ দিয়ে পায়ে হাঁটার একটি রাস্তা আছে। এ রাস্তা দিয়ে প্রতিবেশি মামুন গংরা গায়ের জোরে চার্জারভ্যান নিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যেই মাটির ঘরের ধারি ভেঙে ফেলেন। এনিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।’
তিনি আরও বলেন, ‘শনিবার সন্ধ্যার পর চার্জারভ্যান দিয়ে আবারও ঘরের ধারি ভেঙে দেন। এর প্রতিবাদ করায় মামুন গংরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। ঘটনায় প্রতিপক্ষের মামুন, উজ্জ্বল হোসেন কালুসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’
এ প্রসঙ্গে অভিযুক্ত মামুনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ।#
মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ-
মোঃ হাবিবুর রহমান
আরো পড়ুন ; রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা