মান্দা সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

অর্থনীতি জনপ্রতিনিধি প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান

নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) বেলা ১২ টার সময় পরিষদের হলরুমে আয়োজিত সুধী সমাবেশে ইউনিয়ন সচিব মিজানুর রহমান ৩ কোটি ৪০ লাখ ৯৭৪ টাকার বাজেট ঘোষণা করেন।

এ বাজেট গত অর্থবছরের চেয়ে ৮ লাখ ৫১ হাজার ৯৩১ টাকা বেশি। ২০২১-২২ অর্থবছরে ইউনিয়নটিতে বাজেট ঘোষণা করা হয়েছিল ২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ৮৫ টাকা।
এ উপলক্ষে চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মহাসিন রেজা, মান্দা সদর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি অনুপ কুন্ডু মন্ডলসহ ইউপি সদস্য বকুল, কামাল, ফেন্সি আক্তারুজ্জামান বুলবুল, মোহাম্মদ আলি শা, আছির উদ্দিন, সফিকুল ও মোসলেম প্রমূখ।
ইউনিয়নে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

মোঃ হাবিবুর রহমান,

নওগাঁ

আরো পড়ুন : বিরামপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *