পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব পার্লামেন্টে ঘটে যাওয়া সহিংসতা এবং হট্টগোলের নিন্দা জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই নিন্দা জানানা।
তিনি বলেন, এই ধরনের কর্র্মকাণ্ড গণতন্ত্র এবং সংবিধানের নির্ধারিত নিয়মের পরিপন্থি। এর আগে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে হট্টগোল ও লোটা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। খবর জিওটিভির।
টুইটারে ইমরান খান লিখেন, পাঞ্জাবের পার্লামেন্টে যা ঘটেছে তা নিন্দনীয় এবং গণতন্ত্রের সমস্ত নিয়ম ও সংবিধানের বিধানের পরিপন্থি। ওই নির্বাচন পরিচালনা করার জন্য চেয়ারে কেউ ছিল না, যা সব নিয়মের লঙ্ঘন। মাফিয়াদের করা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি।
প্রসঙ্গত, শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনকে কেন্দ্র করে পিটিআই আইনপ্রণেতারা ক্ষুব্ধ হয় এবং দলত্যাগী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে লোটা ছুড়ে। পরে ডেপুটি স্পিকার পার্লামেন্ট ছেড়ে চলে যান। পরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়।
আরো পড়ুন : ইমরান খানের স্ত্রী জেমিমার সঙ্গে সাংবাদিক হামিদ মীরের টুইট ‘ঝগড়া’