বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানাটমি বিভাগে মরণোত্তর দেহদান করেছেন মাহবুব উর রহমান (৭৪) নামে এক ব্যক্তি।
শনিবার বিভাগের মরচুয়ারি, প্ল্যাস্টিনেশন ল্যাব, স্কিন ল্যাব অ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানার কাছে এ মরদেহ হস্তান্তর করেন।
এ সময় সাবেক উপাচার্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মরদেহটি অ্যানাটমি বিভাগে শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম দাতা মাহবুব উর রহমানের সন্তান জ্যোতির্ময় রহমান ও উজ্জয়ী রহমানসহ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের ‘মহতী কাজে’ এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : অবহেলিত শহিদ কিশোর টিটোর সমাধিস্থল ধুয়ে মুছে শ্রদ্ধা জানালেন আশুলিয়ার সাংবাদিকরা