মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মেহের আফরোজ চুমকি

জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

কালীগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি বুধবার রাতে কালীগঞ্জের দেওপাড়ার নিজ বাসভবনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মেহের আফরোজ চুমকি বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে নৌকায় ভোট দিন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এখন এগিয়ে যাচ্ছে। নারী এখন আর পিছিয়ে নেই। পুরুষের চেয়ে নারীদের দক্ষতা এগিয়ে রয়েছে।

তিনি বলেন, গাজীপুর-৫ আসনে নৌকার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমার কর্ম দক্ষতা, সততা দেখে দিয়েছেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। কখনো কারো মনে কোন কষ্ট দেই নাই।

তিনি আরও বলেন, গাজীপুরে আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন এলাকার মানুষের অনেক আপনজন ছিলেন। বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে প্রচার প্রচারণা অংশ নিয়ে, ভোটারের মন জয় করতে চেষ্টা করেছি। ৭ জানুয়ারি জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছি।

এ সময় এমপি আরো বলেন, দেশ-বিদেশ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন, আমার নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। এদের মধ্যে একজন ট্রানজেণ্ডার প্রার্থীও রয়েছেন। সকল ভোটার উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিবেশ চলছে। এ পর্যন্ত কোথাও নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটেনি, উৎসবমুখর পরিবেশে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশা করি

তিনি আরও বলেন, নির্বাচনে কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সঠিক সংবাদ প্রচার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান চুমকি। সকল জনসাধারণের প্রতি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের পাশে থেকে খেদমত করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।

এমসয় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় তাতী লীগের সাধারণ সম্পাদক খকেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর মেয়র এস এম রবিন হোসেন, গাজী সারোয়ার হোসেন, খাইরুল আলম, অলি উল ইসলাম অলি, সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাশরুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন : রাত ১২টা থেকে ঢাকায় বন্ধ জল মোটরসাইকেল চলাচল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *