মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো আস্ফালন সহ্য করা হবে না

প্রচ্ছদ মুক্তমত মুক্তিযুদ্ধ রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেছেন, রাজনীতিতে নতুন নতুন বর্ণচোরাদের দেখা মিলছে। এরা চটকদার কথার মধ্য দিয়ে, ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য-সংস্কৃতির ওপর আঘাত হানতে দ্বিধা করছে না। মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো আস্ফালন সহ্য করা হবে না।

সিপিবির সাবেক সভাপতি মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত স্মরণসভায় এসব কথা বলেন রুহিন হোসেন।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম, ২৪ বছরের পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রামের পটভূমিতে ১৯৭১ সালে অস্ত্র হাতে এ দেশের আপামর মানুষকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তদানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এই সংগ্রাম গড়ে তোলা, মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে কমিউনিস্ট পার্টি ও কমরেড মণি সিংহের ভূমিকা ছিল অন্যতম।

রুহিন হোসেন আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল ১৯৭২–এর সংবিধান। …দেশবাসী এটাকে গ্রহণ করেছিল। যা এখন আরও বেশি প্রাসঙ্গিক।…কিন্তু আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ করছি কেউ কেউ এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া, এমনকি “কবর” রচনা করার কথাও বলছে। বাংলাদেশকে, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে, এমন কেউ বা কোনো শক্তি এ কথা বলতে পারে না। স্বাধীনতাবিরোধী বা দেশবিরোধীরাই এসব কথা বলতে পারে। মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো আস্ফালন সহ্য করা হবে না।’

স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবির সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। সঞ্চালনা করেন সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান। এ সময় আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, দুঃস্থ সেবাকেন্দ্রের (ডিএসকে) পরিচালক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের নেতা সাইফুল ইসলাম, সূত্রাপুর থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সিপিবির কেন্দ্রীয় কমিটি, সূত্রাপুর থানা কমিটিসহ বিভিন্ন শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কমরেড মণি সিংহ-কমরেড ফরহাদ স্মৃতি ট্রাস্ট, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কমরেড মণি সিংহের প্রতি শ্রদ্ধা জানায়।

এদিকে আগামীকাল ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসে সিপিবি ও প্রগতিশীল গণসংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল সকাল সাড়ে আটটায় মতিউল-কাদের চত্বরের সাম্রাজ্যবাদবিরোধী সংহতি স্মারকে (জাতীয় প্রেসক্লাব মোড়ে) সিপিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া প্রগতিশীল গণসংগঠনগুলো ও বিভিন্ন বামপন্থী দলের পক্ষ থেকেও শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

আরো পড়ুন : অনলাইন ভোটে ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *