মেয়েটি –রাহুল রাজ

তথ্য-প্রযুক্তি নারী প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য মনোকথা মুক্তমত শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

মেয়েটি ইদানিং বড় হয়েছে
সে এখন চুপিচুপি কাউকে নিয়ে স্বপ্ন দেখে
রাত জেগে অন্তর্জালে স্বপ্ন আঁকে।
সে এখন বুঝতে শিখেছে ভালোবাসার মানে।
জানতে পেরেছে ভালোবাসার গোপন রহস্য!

মেয়েটি ইদানিং বড় হয়েছে-
সে এখন কায়দা করে সাজসজ্জা করে।
চলার পথে বাঁকা চোখে উৎসুক চোখগুলো দেখে-
সে ইদানিং বুঝতে শিখেছে কারো জন্য
মায়া লাগার কারণ।

মেয়েটি ইদানিং বড় হয়েছে
সে সম্প্রতি আবিষ্কার করেছে
কেনো তার সাথে শুধু তাদেরই দেখা হয় ?
লাল গোলাপের সাথে নীল চিঠি কেনো আসে।
জানতে পেরেছে,
দুজনার দুজনে
এতো কি আকর্ষণ!

মেয়েটি ইদানীং বড় হয়েছে
সে এখন বুঝতে শিখেছে লোকে খারাপ কাকে বলে।
পেটের গভীরে কালো শিশু জন্মানোর জটিল রহস্য।

মেয়েটি ইদানিং বড় হয়েছে

সে এখন তুমি থেকে আপনি হয়।
আবার আপনি থেকে তুমি
দেরিতে বাড়িতে এলে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলে।
অনেক কবির কবিতায় জোগায় আল্পনা।

মেয়েটি ইদানিং বড় হয়েছে-
খুঁজতে শিখেছে নিজের জগতে কোথায় সে।
আয়নাতে কখন তাকে বেশি সুন্দর লাগে।
পুরুষের দৃষ্টি কেন স্থির নয়।

আরো পড়ুন :  শুক্রবার অন্য দিন থেকে কেন আলাদা !

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *