যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

জাতীয় প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

গতকাল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই দিন বিভিন্ন স্থানে জাতির পিতার প্রতিকৃতিতে নিবেদন করা হয় শ্রদ্ধার ফুল। খবর প্রতিনিধি ও সংবাদদাতাদের ।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠসংলগ্ন শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তারা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ বরকত স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ, বঙ্গতাজ অডিটোরিয়ামে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ধান গবেষণা ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও ডুয়েট নানা কর্মসূচি পালন করে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা দিবসে জেলাব্যাপী ছিল দিনভর নানা আয়োজন। স্মৃতিফলকে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এরপর মুন্সীগঞ্জ স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মার্চপাস্ট হয়। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও বিএনসিসি কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনাসভা, লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলাসহ জেলাব্যাপী ছিল নানা আয়োজন। বীর মুক্তিযোদ্ধার বের করে শোভাযাত্রা। এসব অনুষ্ঠানে অংশ নেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, পৌর মেয়র হাজি ফয়সাল বিপ্লব ও সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, দিনের কর্মসূচি হিসেবে উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। যার মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা।

সরকারি মুড়াপাড়া কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহম্মেদ আলমাছ্, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুইঁয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ, মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, সিরাজদিখান, টঙ্গিবাড়ী, সোনারগাঁও, আড়াইহাজার, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিঙ্গাইর, ধামরাই, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও সাটুরিয়ায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়।

আরো পড়ুন : উন্নত, সমৃদ্ধ ও মানবিক স্মার্ট বাংলাদেশকে গড়ে তুলতে সজীব ওয়াজেদের আহ্বান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *