যান্ত্রিক পদ্ধতিতে বোরো চাষাবাদ দিনাজপুরে

অর্থনীতি কৃষি জাতীয় প্রচ্ছদ


শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ উত্তরের শস্য ভান্ডার দিনাজপুরে আমনের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো চাষাবাদে কৃষক পুরোদমে কোমর বেঁধে মাঠে নেমেছেন । অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতিতে রোপণ করছেন বারো ধান। রাইস ট্রান্সপ্লান্টারে মাধ্যমে এ পদ্ধতিতে স্বল্প সময়ে অধিক জমিতে সুস্থ সবল চারা রোপন করছেন কৃষক।এতে সময়,শ্রম.অর্থ ও পানি সাশ্রয়ের পাশাপাশি জমিতে উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েজেন উদ্যোক্তরা। সার ও সেচ নিশ্চিত হলে এবং আবহাওয়া অনুকুলে ধাকলে বোরো’র ভালো ফলনও আশা করছেন তারা।
চাষ,জমি তৈরি,বোরো বীজ তোলা ও বোনার কাজে ব্যস্ত সময় পাড় করছেন দিনাজপুরের কৃষক।অত্যাধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে অনেকে জমিতে রোরো ধানের চারা রোপণ করছেন। আমনের ভালো দাম পাওয়ায় এবার কুষকের আগ্রহ বেড়েছে বোরো চাষে। বিআর-১৬, ব্রি ধান-২৮,ব্রি ধান-২৯, ব্রি ধান-৫৮,ব্রি ধান-৬৮ ও ব্রি ধান-৭৪ সহ উচ্চ ফলনশীল জাতের বারো চাষ করছেন তারা।
দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়াগ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আর্দশ কৃষক মো.মতিউর রহমান জানান,এবার অত্যাধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে তিনি জমিতে রোরো ধানের চারা রোপণ করছেন।স্বল্প খরচে ও স্বল্প সময়ে এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরশন-বিএডিসি যৌথভাবে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধান চারা রোপনের এ কার্যক্রমের উদ্যোগে নিয়েছে। এতে সময়,শ্রম.অর্থ ও পানি সাশ্রয়ের পাশাপাশি জমিতে উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েজেন,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরশন-বিএডিসির দিনাজপুর অঞ্চলের যুগ্মপরিচালক (সার)আ.ফ.ম.আফরোজ আলম। একই কথা জানালেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ।
অত্যাধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে রোপন করা হচ্ছে বোরো বীজতলা। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প খরচে বোরো ধান চারা রোপন কার্যক্রম কৃষি সেক্টরে এক যুগান্তকারী পদক্ষেপ বলে দাবী সংশ্লিষ্টদের।

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *