বাংলাদেশের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের জন্ম তারিখ যাচাই করলে দেখা যাবে, বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অনেক বেশি মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি।
এমনটি কেন হয়েছে, সে বিষয়ে কোনো গবেষণা নেই। এবং সুনির্দিষ্ট কোনো কারণ ও খুঁজে পাওয়া দুষ্কর। তবে বিভিন্ন সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে জানুয়ারির এক তারিখের প্রাধান্য দেখা গেছে। শিশুদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন।
শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, ‘জানুয়ারির এক তারিখে বেশিরভাগ শিশুর জন্ম হচ্ছে বিষয়টি এমন না। আসলে এখনো আমাদের দেশের বেশিরভাগ শিশুদের জন্ম হয় গ্রামাঞ্চলে নিজ বাড়িতে, বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় থাকে। সেখানে এখনো শিক্ষার হারটা ততটা ভালো না হওয়ায় অভিভাবকরাও জন্ম নিবন্ধনের তারিখের ক্ষেত্রে ততটা সতর্ক নন।’
‘আবার আমাদের জন্ম নিবন্ধনও সঠিক তারিখে হয় না। বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও ঠিকভাবে সঠিক সময়ে নিবন্ধন হচ্ছে না। স্কুলে ভর্তির সময় অথবা কোনো পরীক্ষার সময় যখন এটা দরকার হয়, তখন স্কুলের শিক্ষকরা সহজে মনে রাখা যায় এমন একটি তারিখ বসিয়ে দেন। এসব কারণে দেখা যায় বাংলাদেশে বেশিরভাগ মানুষের দুটি জন্মদিন থাকে’
জন্ম তারিখ পহেলা জানুয়ারি হওয়ার ব্যাপারে তৌফিক রহমানের (ছদ্মনাম) নামে এক ব্যক্তি জানান, অনেক ভাইবোনের পরিবারে কারো জন্ম তারিখই বাবা-মা লিখে রাখেননি। ফলে স্কুলের মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকরা নিজেদের সুবিধামতো তারিখটি বসিয়ে দেন।
তৌফিক আরও জানান, তার আরও দুই চাচাতো ভাইয়ের জন্ম তারিখ ১ জানুয়ারি।
বিশেষজ্ঞরা বলছেন, পহেলা জানুয়ারি জন্মদিন হওয়ার বিষয়টি শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনামেও এই প্রবণতা লক্ষ্য করা যায়।
তবে শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, অনেকের জন্ম তারিখ ইচ্ছামতো দেওয়া হলেও, বাংলাদেশে সত্যিকারে এই তারিখেও অনেক শিশু পৃথিবীর আলো দেখছে।
বছরের প্রথম দিনে সবাই যে নতুন বছরকেই স্বাগত জানাতে ব্যস্ত তা নয়, অনেক পরিবার এদিন স্বাগত জানাচ্ছে তাদের পরিবারের নতুন সদস্যকেও।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে ৮ হাজার ৪২৮টি শিশুর জন্ম হচ্ছে। আর আজ, সারা পৃথিবীতে নতুন মানবশিশু আসছে ৩ লাখ ৯৫ হাজার ৭২টি। আজ, পহেলা জানুয়ারি শুধু দক্ষিণ এশিয়ায় এক চতুর্থাংশের জন্ম হচ্ছে।
বছরের প্রথম দিনে জন্ম নেওয়া এই শিশুদের অনেকের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হবে। আবার অনেকে হয়তো নাম পাওয়ার আগেই ছেড়ে যেতে পারে পৃথিবী।
সূত্র: বিবিসি বাংলা
আরো পড়ুন : মানুষ মাত্রই উদ্যোক্তা: প্রধান উপদেষ্টা