রহনপুর মুক্ত মহাদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মুক্ত মহাদল স্কাউটস গ্রুপের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে কেট কাটা, আলোচনাসভা ও নৈশভোজের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় সভাপতিত্ব করেন রহনপুর মুক্ত মহাদলের সভাপতি শারফুদ্দীন আহমদ। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সম্পাদক মফিজ আহমেদ নাসিম। অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল মতিন, বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর শাখার সম্পাদক জাহাঙ্গীর আলি, বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার আব্দুল কাইউম, সাবেক সম্পাদক নুরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ নাজিমউদ্দীন হীরাসহ অন্যরা। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়া রাতে স্মৃতিচারনমূলক আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য ১৯৮০ সালের ১০ জানুয়ারি মুক্ত মহাদল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : আধাঘণ্টা মাটির নিচে চাপা পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *