নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বাড়িটি থেকে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির (রফিকুল ইসলাম আদ দীন হাস্পাতালের পাশে) একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। আপাতত র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
আরো পড়ুন : সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ