নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরিত হয়ে দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহীদ ফারুক সরণির টনি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের একজন শামীম আহমেদ স্থানীয় যুবলীগ নেতা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, টনি টাওয়ারের সামনের সড়কে যুবলীগের মতবিনিময় সভা চলছিল। এ সময় ছাত্রদলের একটি মিছিল যাচ্ছিল সেখান দিয়ে। মিছিলে দেড় থেকে দু শ’ লোক ছিলেন। ওই মিছিল থেকে যুবলীগের সভায় হামলা চালানো হয়। তাঁরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সভায় যুবলীগের দুইশ থেকে আড়াইশ নেতা–কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের তিনজনকে আটক করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলামের অভিযোগ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। নেতা–কর্মীরাও কোনো ধরনের ঝামেলাও করেননি। এটা একটা বানোয়াট কাহিনী। পুলিশ ভুয়া কাহিনী বানিয়ে বিভিন্ন স্থানে এমন মামলা দিচ্ছে।
আরো পড়ুন : টুইটারকে বিদায় জানান অনেকেই, টুইটার চালু থাকবে তো?