ইমাম বিমান: দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন ও রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার (৫ আগস্ট ) সকাল ১১ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বর্তমান রাজনৈতিক অচলাবস্থার কারনে দেশে রাজনৈতিক সহিংসতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর এই রাজনৈতিক সহিংসতায় ভাঙচুর, জ্বালাও পোড়াও সহ নানাবিধ সমস্যায় পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের সাধারণ জনগণ। দেশ তথা দেশের সাধারণ জনগণকে সহিংসতায় ক্ষতির হাত থেকে বাঁচাতে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একই সাথে মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভাঙচুর, জ্বালাও পোড়াও করে সমাধান আসবেনা বলে মনে করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন জেলা কমিটির সভাপতি ইলয়াস সিকদার ফরাহাদ, সাধারন সম্পাদক মঈন তালুকদার, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, শারমিন মৌসুমী কেকা ,বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড মুমিন প্রমুখ।
আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন