রাজসিক সংবর্ধনা পেল সাফজয়ী ৬ কিশোরী ফুটবলার

অর্থনীতি খেলাধুলা নারী নারী অন্যান্য প্রচ্ছদ বিনোদন লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী কলসিন্দুরের ৬ জন কীর্তিমান কিশোরী ফুটবলারকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ‘কনসার্ট ফর কলসিন্দুর ফুটবলকন্যা’ নামে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সোমবার বিকালে ধোবাউড়া বহুমূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাজনৈতিক, কবি সাহিত্যিক, সাংবাদিক সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বিশাল এই সংবর্ধনার আয়োজন করা হয়।

দেশের হয়ে সুনাম অর্জনকারী কলসিন্দুরের সানজিদা, মারিয়া, তহুরা, শিউলী আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র- এই ছয় কিশোরী ফুটবলারকে রাজসিকভাবে ফুলেল শুভেচ্ছায় বরণ করে রোভার স্কাউটসের উদ্যোগে গার্ড অব অনার দেওয়া হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সমন্বয়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, ফুটবলারদের পক্ষে মারিয়া মান্দা, সাহিত্যিক শামসুল হক মৃধা, ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত তুষার।

আরও উপস্থিত ছিলেন কলসিন্দুরের মেয়েদের সাবেক কোচ মফিজ উদ্দিন, বর্তমান কোচ জুয়েল মিয়া, প্রধান শিক্ষক মিনতী রাণী শীল।

এরপর কনসার্ট ফর কলসিন্দুর কিশোরী ফুটবলকন্যা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : চরম আক্রমণের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা : নোয়াব

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *