লাখ টাকা জরিমানা করল কালীগঞ্জে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে

অর্থনীতি আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন- বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য।

জানা যায়, দীর্ঘদিন যাবত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্ট করার পর থেকেই এ রিসোর্টে নানা অপকর্ম করে আসছিল। এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের লুদুরিয়া গ্রামে অবস্থিত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

পরে রিসোটের্র অনুমোদন না থাকায় নগদ ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

আরো পড়ুন : শব্দদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *