সিলেট অফিস: সিলেটে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে সিলেট বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও মহানগরের নেতাকর্মীরা নগরীর নবাব রোডের বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলার সহ সভাপতি মামুনুর রশিদ (চাকসু), মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
এরপর চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মুক্তাদির বলেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই বিদ্যুতের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সরকার দুর্নীতির জন্য বিদ্যুৎ খাতকে বেছে নিয়েছে। সারাদেশে মারাত্মক লোডশেডিং চলছেই। গ্রামে তো বিদ্যুৎ বলতে গেলে থাকেই না। রাজধানীতেই বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্থ।
কাওছার আহমদ
আরো পড়ুন : আজ ৮ জুন : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা