শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করলেন নওয়াজ

আন্তর্জাতিক জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

রয়টার্সের প্রতিবেদন: শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন দেশটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ।

এছাড়া তিনি তার মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে আগামী ২৯ ফেব্রুয়ারি অথবা নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশটির জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। যার মধ্যে ২৬৬টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়।

এছাড়া জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদে রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।

আরো পড়ুন : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *