শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের বড় জয়

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ১০৬ রানে। এতে তিন ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ৬ বলে ১২ রান করে আউট হয়ে যান ওপেনার শুভমন গিল। তিন নম্বরে নেমে তিলক বর্মা প্রথম বলেই আউট হয়ে যান। ২৯ রান ২ উইকেট হারানো ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল। তারা ১১২ রানের জুটি গড়েন। যশস্বী ৬০ রান করে আউট হয়ে গেলেও সূর্য করেন ১০০ রান।

রিঙ্কু সিংহ শেষদিকে নেমে ১০ বলে ১৪ রান করেন। জীতেশ শর্মা হিট উইকেট হয়ে যান ৪ রানে। রবীন্দ্র জাদেজা ২ বলে ৪ রান করে রান আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তোলে ২০১ রান।

জবাবে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। দ্বিতীয় ওভারেই ভারতকে প্রথম উইকেট এনে দেন মুকেশ কুমার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার।

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই নিয়েছেন ৫ উইকেট। জাদেজা নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট মুকেশ কুমার এবং আর্শদীপ সিংহের।

আরো পড়ুন : স্বতন্ত্র প্রার্থীরা ঘুম হারাম করে দিয়েছে হেভিওয়েট নেতা, মন্ত্রী-এমপিসহ ১৪ দলের শরিকদের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *