ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে ১৫ জনের দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ, ফিট হতে পারলে দলে ঢুকবেন পেসার শরীফুল ইসলাম।
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে দিমুথ করুনারত্নের দল। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলে ২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে সিরিজের শেষ টেস্ট। দুটি ম্যাচই আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম (যদি ফিট থাকেন)।
আরো পড়ুন : মস্কো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন তা কতটা ঠিক