দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাদুর্গতদের দেখতে বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা সফর করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনভর বন্যাদুর্গত এলাকা ঘুরে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তিনি।
ওই পোস্টে বন্যাদুর্গত এলাকার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে নেতাকর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
জামায়াত আমির তার পোস্টে লিখেছেন, ‘মহান রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি তার এ গোলামের প্রতি।
আজকে ভোর বেলায় বিভিন্ন বাধা উপেক্ষা করে ভয়াবহ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি দেখা ও বন্যাদুর্গত অঞ্চলে কষ্টে থাকা মানুষগুলোর কিছুটা খোঁজখবর নেওয়ার তাওফিক আল্লাহ তায়ালা দান করেছিলেন।’
‘পরিস্থিতি খুবই ভয়াবহ। মহান আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা, মৌলভীবাজার জেলা এবং সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলাসমূহের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে আগামী এক সপ্তাহ বন্যাকবলিত অসহায় মানুষজনকে উদ্ধার ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।
’
‘সেই সাথে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি যারাই এই কাজে আত্মনিয়োগ করেছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
‘মহান রাব্বুল আলামীন তার একান্ত দয়ায় আমাদের সম্মিলিত প্রয়াসকে কবুল করুন। আমাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং এই ক্ষতি পুষিয়ে দিন। আমিন।
আরো পড়ুন : ভয়াবহ বন্যায় মৃত্যু ৮, দুজন নিখোঁজ, বিপর্যস্ত ১২ জেলা