সব দলের ক্ষেত্রে মার্কিন ভিসা নীতির সমান প্রয়োগ চান সরকার

আন্তর্জাতিক জনপ্রতিনিধি প্রচ্ছদ প্রবাস রাজনীতি হ্যালোআড্ডা

সব রাজনৈতিক দলের ক্ষেত্রে ভিসা নীতি সমভাবে প্রয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাক্ষাৎ করতে গেলে আইনমন্ত্রী এমন আশা প্রকাশ করেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তার দেশের ভিসা নীতি সম্পর্কে আইনমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। কী কারণে এই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ভিসা নীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট যেই ভিসা নীতি ঘোষণা করেছে। সেটা যেন সব রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করা হয়। এটাই আমাদের সরকারের প্রত্যাশা। তবে মার্কিন যুক্তরাষ্ট যেই ভিসা নীতি প্রণয়ন করেছে, সেটা নিয়ে সরকারের আর কিছু বলার নেই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন। এটা যেন কোনো একটি রাজনৈতি দলকে টার্গেট করে না দেওয়া হয়। সেটা তারা দেখবেন। এটা সমভাবে প্রয়োগ করা হবে। তবে তাদের এই নীতি যারা লঙ্ঘন করবে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি তাকে বলেছি, ভিসা নীতি আমাদের জন্য খুবই অপমানজনক। যেহেতু এটা আমেরিকার ব্যাপার, আমার কথা হচ্ছে, উনারা যে ভিসা নীতি করেছেন, তাতে আমরা ভীতু নই। আমি বিষয়টি রাষ্ট্রদূতকে পরিস্কারভাবে বলে দিয়েছি। এর কারণ হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামীতে সেভাবেই নির্বাচন হবে। এখানে কে ভিসা নীতি দিল, আর কে দিল না সেটা কোনো ব্যাপার না। তবে তারা যে ভিসা নীতি করেছে, আমরা চেষ্টা করব, এটার যেন ইতিবাচক প্রতিক্রিয়া হয়। কিন্তু আমরা এতে শঙ্কিত নই।’

গত ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এই ভিসা নীতি ভূমিকা রাখবে বলে জানায় যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন : সিলেটে আগামী রবিবার থেকে পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধের ঘোষনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *