‘সভারকার’ নয় আমি একজন গান্ধী, আমি ক্ষমা চাইবো না

আন্তর্জাতিক পুরুষ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাকে ক্ষমা চাইতে বলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমার নাম ‘সভারকার’ নয়। আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইবো না। ভারতের পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রাহুল গান্ধী। উল্লেখ্য, ১৯২২ সালে রতœগিরিতে জেলে থাকা অবস্থায় হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করেন সভারকার। রাহুল গান্ধী তা তুলে ধরেছেন রাজনৈতিক হিন্দুত্ববাদকে বোঝাতে। পাশাপাশি তিনি বিজেপিকে সবদিক থেকে আক্রমণ করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে ভয় পান।
তাই আমাকে অযোগ্য করা হয়েছে। তার চোখে আমি ভীতি দেখতে পেয়েছি। তাই তারা চান না আমি পার্লামেন্টে কথা বলি। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল আরও বলেন, আদানি ইস্যু থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে আমাকে অযোগ্য করা হয়েছে এবং অভিযোগ সাজিয়েছেন মন্ত্রীরা। এটা পুরোটাই একটা খেলা। এই সরকারের সময়ে দেশই হলো আদানি। আদানিই হলো দেশ। যদি তারা আমাকে স্থায়ীভাবে অযোগ্য করেও, তবু আমি আমার কাজ চালিয়ে যাবো। আমাকে সারাজীবনের জন্য অযোগ্য করে দিন। সারাজীবন জেলে রাখুন। আমি অব্যাহতভাবে আমার কাজ নিয়ে এগিয়ে যেতে থাকবো। রাহুল বলেন- মূল প্রশ্ন হলো আদানি শেল ফার্মে কে ২০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এই প্রশ্ন আমি করতেই থাকবো। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি’র অভিযোগ, তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ চেয়েছেন। বিজেপি’র এ অভিযোগও প্রত্যাখ্যান করেছেন রাহুল। তিনি বলেন, লন্ডনে তার বক্তব্য নিয়ে যে অভিযোগ সে বিষয়ে তাকে জবাব দেয়ার জন্য তিনি পার্লামেন্টের স্পিকারের প্রতি সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাহুলের ভাষায়, বিজেপি নেতাদের দাবি আমি ভারতবিরোধী শক্তিকে সাহায্য করতে বলেছি। স্পিকারকে আমি বলেছি, এসব অভিযোগের জবাব দেয়ার অধিকার আমার আছে। কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। আমার সামনে একটিই পথ। তা হলো সত্যের জন্য লড়াই করা। দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করা। এ সময় রাহুল গান্ধীকে বেশ উজ্জীবিত মনে হয়। তিনি প্রশ্ন রাখেন- আমাকে কি ভীত বা উদ্বিগ্ন দেখাচ্ছে? আসলে আমি উল্লসিত।

মোদির নাম ব্যবহার করে পশ্চাৎপদ অন্য সম্প্রদায়কে রাহুল গান্ধী অবমাননা করেছেন বলে বিজেপি বার বার দাবি করছে। রাহুলকে উদ্দেশ্য করে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, তিনি একাই নন। দেশজুড়ে ৩২ জন নেতা অযোগ্য হয়েছেন। এর মধ্যে বিজেপি’র আছেন ৬ জন। কর্ণাটকে নির্বাচনী জয় পাওয়ার জন্য রাহুল গান্ধীকে ভিকটিম হিসেবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস। এর মধ্যদিয়ে রাহুল গান্ধীর প্রতি সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছে বিজেপি। রবিশঙ্কর দাবি করেন, উচ্চ আদালতে আবেদন করে রাহুল যদি সুরাট আদালতের রায়ের উপর স্থগিতাদেশ আনতে পারতেন, তবে তার সাংসদ পদ খারিজ হতো না। রাহুলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, কংগ্রেসে তো নামজাদা আইনজীবীর অভাব নেই। তবে কেন উচ্চ আদালতে আবেদন জানানো হলো না?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে সরব হওয়ার কারণেই এমপি পদ খারিজ হয়েছে বলে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন রাহুল। পাশাপাশি, বিভিন্ন বিমানবন্দর নিয়মবহির্ভূতভাবে আদানিকে লিজ দেয়া, আদানিদের একটি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থায় রাতারাতি ২০ হাজার কোটি রুপি বিনিয়োগের ‘উৎস’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যান যে মোদির বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ আদানিকে দেয়ার জন্য কলম্বোর ওপর চাপ সৃষ্টির অভিযোগ তুলেছিলেন, রাহুল সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছেন সে কথাও। রবিশঙ্কর সুনির্দিষ্টভাবে রাহুলের অভিযোগগুলো খণ্ডনের পথে হাঁটেননি। বরং তুলেছেন শিষ্টাচারের প্রশ্ন। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলের উদ্দেশ্যে রবিশঙ্করের মন্তব্য- সরকারের সমালোচনা করুন, অসম্মান করবেন না।

কংগ্রেসের শীর্ষ স্থানীয় মুখ রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার তাকে মানহানি মামলায় গুজরাটের সুরাটে এক আদালত অভিযুক্ত করে শাস্তি দেয়। এই রাজ্যটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের। রাহুল গান্ধীকে শাস্তি হিসেবে দুই বছরের জেল দেয়া হয়। এর পরদিন শুক্রবার তাকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করেন পার্লামেন্টের স্পিকার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেননি।

২০১৯ সালে নির্বাচনী এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন ক্রিমিনাল হিসেবে রাহুল গান্ধী বর্ণনা করেন এই অভিযোগে মামলা হয়। রাহুল গান্ধী বলেন ‘সব চোরের অভিন্ন ডাক নাম কেন মোদি হয়’।

আরো পড়ুন : চাকরির জন্য দীর্ঘ অপেক্ষায় লাখো তরুণ, বিসিএসে জট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *