নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে আগামী বুধবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। গতকাল রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।
সরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এবার বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
আরো পড়ুন : সাবিনাদের সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ খেলার আয়োজন করল বাফুফে