সাকিব-তামিমের দ্বন্দ্ব মেটাতে পাপনের সঙ্গে মাশরাফির বৈঠক

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

স্পোর্টস রিপোর্টার: অধিনায়কত্ব ছেড়েছেন ২০২০ সালের মার্চে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো পদেও নেই তিনি। তবুও সংকটে পড়লেই এই সাবেক অধিনায়কের শরণাপন্ন হয় বিসিবি। এর আগে তামিমের আকস্মিক অবসরে ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও তিনি মধ্যস্থতা করেছিলেন। এবার বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব মেটাতে হাজির হন মাশরাফি। ইতিমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছেড়ে গেছেন তিনি।

আজ দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। এরপর দেড়ঘণ্টা পর তাকে বিসিবি অফিস ছেড়ে বের হয়ে যেতে দেখা যায়। পাপনের সঙ্গে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখনও কোনো পক্ষই কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যুতেই পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাশরাফি।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এই ম্যাচের ইনিংস বিরতিতে বিশ্বকাপের দল ঘোষণা করার কথা রয়েছে। মূলত তামিম এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি, নিজেই জানিয়েছেন সেটা। এটা শোনার পর শতভাগ ফিট নন এমন ক্রিকেটারকে বিশ্বকাপে নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

আরো পড়ুন : ‘দাফনের’ দুই দিন পর হাসি বেগমকে জীবিত উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *