সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবলের জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করার কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু পছন্দের দেশ খুঁজে পাচ্ছিলনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে প্রীতি ম্যাচের খবর শোনালেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আগামী ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচ হবে। সিঙ্গাপুরে হবে খেলা। আগামী ১৬ ফেব্রুয়ারি দল ঢাকা ছাড়বে। ১৭ ফেব্রুয়ারি অনুশীলন করবে এবং ১৮ ফেব্রুয়ারি ম্যাচ।
বাফুফে চেয়েছিল সিঙ্গাপুরের টুর্নামেন্টে খেলতে। সিঙ্গাপুর চেয়েছিল তিন দেশ নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করবে। কিন্তু তৃতীয় দেশ পায়নি সিঙ্গাপুর। বাধ্য হয়ে টুর্নামেন্ট বাদ দিয়ে প্রীতি ম্যাচ খেলার আয়োজন করল। বাফুফে চেয়েছিল দুটি ম্যাচ খেলতে। তাতে রাজি না সিঙ্গাপুর।
গতকাল কমলাপুর স্টডিয়ামে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের দুই ম্যাচের মাঝখানে বিরতির সময় বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন সিঙ্গাপুরকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার আগ্রহের কথা জানিয়েছিল। কিন্তু সিঙ্গাপুর রাজি না হলেও তারা বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যেকে বিবেচনা করে একটি বাড়তি ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। সেটি আন-অফিসিয়াল ম্যাচ। প্রীতি ম্যাচের পরদিনই আরেকটি ম্যাচ খেলবে, আগের দিন যারা একাদশে খেলবেন তারা বিশ্রামে থাকবেন। আর যারা বেঞ্চে ছিলেন, অবশিষ্ট একাদশ খেলবে। কিরণ বলেন, ‘আজকে সকালেও (গতকাল) আমরা সিঙ্গাপুরের সঙ্গে কথা বলেছি। তারা দুই ম্যাচ খেলতে রাজি না। এখন আমরা একটি ফিফা প্রীতি ম্যাচ খেলব। অন্য যেটি হবে সেটি মিডিয়া কাভারেজ থাকবে না।’
এদিকে কম্বোডিয়ার সঙ্গেও প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারাও রাজি হয়েছে। কম্বোডিয়া এপ্রিলে বাংলাদেশে আসতে চায়। আর বাফুফে বলছে মার্চে খেলতে চায়।উপমহাদেশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলতে রাজি না। গত সেপ্টেম্বরে নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ হয়েছে। সেখানে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ সবকয়টি ম্যাচ খেলে জয় পেয়েছে। প্রথম খেলায় বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে, ৬-০ গোলে পাকিস্তানকে, ৩-০ গোলে ভারতকে হারায়। সেমিফাইনাল ৮-০ গোলে ভুটানকে এবং ফাইনালে ৩-১ গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যের কথা এখনও সবার মুখে মুখে। মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘আমাদের মেয়েরা সাফের সব দেশকেই হারিয়েছে। এখন সাফের দেশগুলোর বিপক্ষে না খেলে বরং আমরা আরেকটু শক্তিশালী দেশের সঙ্গে খেলতে চাই।’
আরো পড়ুন : পরিবর্তনের হাওয়া লেগেছে পটুয়াখালীর মান্তা সম্প্রদায়ে