সাবিনার পায়ের জাদুতে শিরোপা জিতল দল, মালদ্বীপের লিগে সাবিনার মোট গোল ২১

খেলাধুলা নারী প্রচ্ছদ সফলতার গল্প

বাংলাদেশের ফুটবলে তিনি ‘গোলমেশিন’ হিসেবে খ্যাত। আঞ্চলিক প্রতিযোগিতাগুলোতেও তার ছাপ রেখেছেন। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার তার পায়ের জাদুতেই মালদ্বীপের নারী ফুটসাল ফিয়েস্তার শিরোপা জিতল দিবেহি সিফাইং ক্লাব। দলটির হয়ে আসরে ছয় ম্যাচে মোট ২১ গোল করেছেন সাবিনা।

দক্ষিণ এশিয়ার মেয়েদের ঘরোয়া লিগগুলোতে সাবিনার ব্যাপক চাহিদা। পঞ্চমবারের মতো তিনি মালদ্বীপের নারী ফুটসালে খেলেছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তার দল ১০-২ গোলে হারিয়ে দিয়েছে এমপিএল ক্লাবকে! এর মাঝে চারবার বল প্রতিপক্ষের জালে পাঠিয়েছেন সাবিনা। তিনি গোলগুলো করেছেন ম্যাচের ২১, ২৩, ২৮ ও ৩৩ মিনিটে। গোলবন্যা বইয়ে দিয়ে তিনি মালদ্বীপের ফুটবল দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়। সাবিনার পায়ে বল যেতেই গ্যালারিতে শোনা গেছে হর্ষধ্বনি।

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সাবিনার হাতে। তা ছাড়া ২১ গোল করে খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সাফজয়ী বাংলাদেশ অধিনায়ক। এরপর প্রতিক্রিয়া স্থানীয় গণমাধ্যমকে সাবিনা বলেছেন, ‘মালদ্বীপে খেলতে এলে সব সময়ই ভালো লাগে। বিশেষ করে এখানে যখন আমার দেশি ভাইদের আমাকে সমর্থন দিতে দেখি। খুবই ভালো লাগে। এই দর্শকদের ভালোবাসা আমাকে আরো ভালো খেলতে সাহায্য করে। এটা আমার দলের জন্যও দারুণ ব্যাপার। ’

আরো পড়ুন : রাত বাড়ার সাথে পাল্লা দিয়ে বরিশালে বিএনপির গণসমাবেশে বাড়ছে নেতাকর্মী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *