সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেফতার। তাকে রাজধানীর নাখাল পাড়া থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবেক এই মন্ত্রীকে গ্রেফতাদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তোপের মুখে আছেন আওয়ামী লীগের সাবেক এমপি- মন্ত্রী ও শীর্ষ নেতাকর্মী।

একের পর এক গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতা গ্রেফতার হলেন মোকতাদির চৌধুরী।

আরো পড়ুন : ফের বাড়তে শুরু করেছে ডিমের দাম, বেড়েছে সব ধরনের চালের দাম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *