সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার পর ৫ই এপ্রিল দেশে ফিরবেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক জাতীয় পুরুষ প্রচ্ছদ প্রবাস স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার: প্রেসিডেন্টের সরকারি সফর, তবে এটি একান্তই স্বাস্থ্য পরীক্ষার জন্য। এক সপ্তাহের সিঙ্গাপুর সফরে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সফরসঙ্গী হয়েছেন ৫৫ সদস্যের প্রতিনিধিদল। ২৮শে মার্চ দেশটিতে পৌঁছান তিনি, ফিরবেন ৫ই এপ্রিল। কূটনৈতিক সূত্র বলছে, নিয়মিত বিরতিতে ২৯শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুর সিটির মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং অন্য একটি ক্লিনিকে চিকিৎসা এবং চেকআপ চলছে তাঁর। সফর শেষ অবধি প্রেসিডেন্ট থাকছেন দেশটির তারকা হোটেল দ্য সেন্ট রেজিস সিঙ্গাপুর-এ। ডলার সংকটের এই সময়ে বিশাল বহর নিয়ে প্রেসিডেন্টের বিদেশ সফরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। বিশেষ করে সরকার প্রধান যখন কৃচ্ছ্রতা সাধনের নানা উদ্যোগ নিচ্ছেন, এমনকি দেশব্যাপী ইফতার মাহফিল নিরুৎসাহিত করেছেন, সেই সময়ে প্রেসিডেন্টের আলোচিত সফরটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কূটনৈতিক সূত্র অবশ্য এটা নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত যে শিডিউল রয়েছে তাতে চলতি মাসে ১০ বছর মেয়াদপূর্ণ করতে যাওয়া প্রেসিডেন্ট আবদুল হামিদের এটাই হবে শেষ বিদেশ সফর।

ওই সফরে রাষ্ট্র প্রধানের সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের ১৩ সদস্য, সেই তালিকায় আছেন- ফার্স্ট লেডি রাশিদা খানম, প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, পুত্রবধূ শামসুন নাহার নেলি, প্রেসিডেন্টের নাতনি রিফাহ তাসনিয়া হামিদ, প্রেসিডেন্টের নাতি ইউসুফ আবদুল্লাহ হামিদ জিম, প্রেসিডেন্টের পুত্রবধূ নুসরাত জাহান, প্রেসিডেন্টের নাতনি নামিরা হামিদ, প্রেসিডেন্টের নাতনি নুসাইবা হামিদ, প্রেসিডেন্টের নাতি আনাস আবদুল্লাহ হামিদ, প্রেসিডেন্টের পুত্রবধূ কামরুন নাহার, প্রেসিডেন্টের নাতি হামিদ ইব্রাহিম, নাতি ঈসা আবদুল্লাহ ও নাতনি লাবিবা জামান। বঙ্গভবনের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত স্টাফসহ সফরসঙ্গী হয়েছেন আরও ২৩ জন। যার মধ্যে আছেন- প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, তার সহধর্মিণী শেখ নাসরিন আহমেদ, পুত্র আহনাফ সালাউদ্দিন, প্রেস সচিব জয়নাল আবেদীন, প্রেসিডেন্টের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান, প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক লে. কর্নেল একে এম ফয়জুল হক, পিএস টু এমএসপি মেজর মো. রফিকুল ইসলাম, এডিসি স্কোয়াড্রন লিডার ওয়ালিউল ইসলাম, প্রধান কম্পট্রোলার তানজিলুর রহমান, এডিসি মেজর মো. তারিক আজিজ, এডিসি লে. কমান্ডার আনিসুল ইসলাম খান রোহান, প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব নাহিদ পারভীন, সহকারী প্রটোকল অফিসার আমিরুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোজাম্মেল হক, ফটোগ্রাফার কাজী আনোয়ার সাদাত, সিনিয়র স্টাফ নার্স মেজর মাসুমা আক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট মো. মমিনুল হক, কেয়ারটেকার মো. জুয়েল খান, ভ্যালেট মোহাম্মদ আল মাহমুদ, ভ্যালেট মো. আল আমিন হোসেন এবং ভ্যালেট মাহমুদুল হাসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা রয়েছেন সফরসঙ্গীর তালিকায়। যার মধ্যে আছেন- রাষ্ট্রাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদ, উপ-রাষ্ট্রাচার প্রধান হাসান আবদুল্লাহ তৌহিদ এবং সিনিয়র সহকারী সচিব (সফর-১) দত্তশ্রী রাজীব কুমার। তাছাড়া প্রেসিডেন্টের সার্বক্ষণিক নিরাপত্তা টিমে রয়েছেন ৬ জন এবং অ্যাডভান্স টিমে আছেন ১০ জন। নিরাপত্তা টিমের সদস্যরা হলেন- ডিজি এসএসএফ মেজর জেনারেল মো. মুজিবুর রহমান, কমান্ডার পিজিআর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল, পরিচালক (এসএসএফ) লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক, উপ-পরিচালক (এসএসএফ) মেজর এস এম সাদনান সৌমিক শুভ, সহকারী পরিচালক (এসএসএফ) ক্যাপ্টেন মো. ফাহিম আদনান আকিল এবং সহকারী পরিচালক (এসএসএফ) ক্যাপ্টেন রফিকুল ইসলাম সোহেল। এছাড়া অ্যাডভান্স সিকিউরিটি টিমের ১০ সদস্য হলেন- পরিচালক (এস এস এফ) লে.কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, উপ-পরিচালক (এসএসএফ) মেজর এম এম শাতিল মোনাব্বির, উপ-পরিচালক (এসএসএফ) মেজর মো. শাহীনুর আল সাকিব, সহকারী পরিচালক (এসএসএফ) ক্যাপ্টেন আশরাফ-উল আনাম, সহকারী পরিচালক (এসএসএফ) ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম খান, সহকারী পরিচালক (এসএসএফ) এএসপি মো. রাজীব, সহকারী পরিচালক (এসএসএফ) এএসপি হাসান তারেক, পিজিআর-এর কর্মকর্তা মেজর জায়েদ উর রহমান অয়ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর মো. ইমরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক শেখ আলিফুদ্দীন।

আরো পড়ুন : আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ভয়েজ বিডি ডট নিউজ’

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *