সিলেট সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

ক্রাইম নিউজ নির্বাচন পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

সিলেট অফিস: সিলেটে জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুলের নির্বাচনী প্রচারণাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। নগরীর শামীমাবাদ এলাকায় লিফলেট বিতরনকালে রাইয়ান আহমদ নামে বাবুলের এক সমর্থককে যুবলীগের কর্মীরা মারধর করেন। গতকাল শুক্রবার জুমার নামাযের পর এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বসির জানান, জাতীয় পার্টির প্রার্থীর লিফটলেট বিতরনের সময় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরুজ মিয়া প্রথমে বাঁধা দেন। এসময় যুবলীগনেতা শামীমের অনুসারী তুষারের নেতৃত্বে ১০-১২ জন রাইয়ানের উপর হামলা চালায়। এসময় তার হাতে থাকা লিফলেট নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত রাইয়ান আহমদ বলেন, আমি লিফলেট বিতরনের সময় সরুজ মিয়ার ইশারায় স্থানীয় যুবলীগনেতা তুষারের নেতৃত্বে ১০-১২ জন এসে আমার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার ব্যবহৃত একটি দামী মোবাইল, নগদ টাকা ও লিফট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করেন।

তবে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরুজ মিয়ার হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন এখানে কোন হামলার ঘটনা ঘটেনি। বিষয়টি সাজানো ও ভিত্তিহীন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ধরনের কোন ঘটনা তাদের জানা নেই এবং কেউ অভিযোগও করেনি।

কাওছার আহমদ

আরো পড়ুন : সিলেটে ব্যবসায়ী খুন, ছুরি সহ তিন যুবক গ্রেফতার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *