সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় পেয়েছেন উদ্ধারকারীরা। এই নবজাতককে ‘অলৌকিক’ বলা হচ্ছে। গতকাল টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধ্বংসস্তূপ থেকে নবজাতকটিকে উদ্ধারের ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছোট ভিডিওটিতে দেখা যায়, একজন উদ্ধারকারী নবজাতকটিকে দুই হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছেন। নবজাতকটি উদ্ধারের ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামে এক সিরীয় সাংবাদিক। তিনি টুইটারে লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়।
আরো পড়ুন : ঢাকার দুই মেয়র ও রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল