গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার১২নং কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রেকর্ডকৃত রাস্তা দখলেনিয়ে প্রাচীর নির্মাণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীরা।
মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকার সময় এলাকাবাসী ও মুসুল্লীরা ঈদগাহ মাঠে জরোহয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্টকরে এরমধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের সভাপতি শাহ মোঃ জরজিস আলী, সেক্রেটারী শাহ মোঃ রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ মতিনমিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ। বক্তারা স্থানীয় চেয়ারম্যানের এমন হটোকারীতা, স্বেচ্ছাচারিতা ও বল প্রয়োগের ন্যায় আচরনের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন। এছাড়া চেয়ারম্যান কর্তৃক সরকারী ১টি বড়গাবগাছ অনুমতি ছাড়াই কর্তনের বিচার দাবী করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের মুখোমুখি হলে তিনি জানান, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটায়তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াহবে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
আরো পড়ুন : ফজলুল হক স্মৃতি পুরস্কার ’২৩ পাচ্ছেন ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ