সুন্দরগঞ্জে ঈদগাহ মাঠের উপর দিয়ে রাস্তা নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জনদুর্ভোগ জাতীয় ধর্ম পুরুষ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার১২নং কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রেকর্ডকৃত রাস্তা দখলেনিয়ে প্রাচীর নির্মাণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীরা।

মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকার সময় এলাকাবাসী ও মুসুল্লীরা ঈদগাহ মাঠে জরোহয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্টকরে এরমধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের সভাপতি শাহ মোঃ জরজিস আলী, সেক্রেটারী শাহ মোঃ রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ মতিনমিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ। বক্তারা স্থানীয় চেয়ারম্যানের এমন হটোকারীতা, স্বেচ্ছাচারিতা ও বল প্রয়োগের ন্যায় আচরনের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন। এছাড়া চেয়ারম্যান কর্তৃক সরকারী ১টি বড়গাবগাছ অনুমতি ছাড়াই কর্তনের বিচার দাবী করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের মুখোমুখি হলে তিনি জানান, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটায়তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াহবে।

ফারুক হোসেন, গাইবান্ধা।

আরো পড়ুন : ফজলুল হক স্মৃতি পুরস্কার ’২৩ পাচ্ছেন ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *