সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

রাজবাড়ীর কালুখালিতে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় সেনানিবাসের উদ্যোগে বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসক ও অসহায়-দুস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাজবাড়ীর কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এছাড়া বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণসহ স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, মেডিকেল ক্যাম্পেইনে ওষুধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, মেডিসিন, সার্জারি, শিশু, আই, ইএনটি প্রদান করা হয়।

আরো পড়ুন : ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় মহাখালীতে আগুন নিয়ন্ত্রণে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *