মরক্কোর বিপক্ষে শুরুতেই ১-০ গোলো এগিয়ে গেলো ফ্রান্স। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ খেলা শুরু ৫ মিনিটেই গোল খেয়ে বসলো মরক্কো। গোলটি করেন থিও হার্নান্দেজে।
ফলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষের ফুটবলারের কাছ থেকে গোল হজম করল আফ্রিকার দেশটি।
বাংলাদেশ সময় রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে।
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো মরক্কোর কাছে বিশ্বকাপের সেমিফাইনালটা যেন অন্য রকম। আগেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছে তারা। এবার প্রথম আফ্রিকার দেশ হিসেবে ফাইনালে খেলতে চায় আফ্রিকার সিংহরা। সে লক্ষ্যেই দুর্দান্ত একাদশ নিয়েই মাঠে নামছে তারা।
অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরির কবলে পড়েছে ফ্রান্স শিবির। পুরো টুর্নামেন্ট দারুণ খেলা ফ্রান্সের ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওকে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে পাচ্ছে না দিদিয়ের দেশমের দল। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইব্রাহিম কোনাটে এবং ফোফানা।
মরক্কোর একাদশ: (ফরমেশন: ৪-৩-৩) ইয়াসিন বৌনৌ, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।
কোচ: ওয়ালিদ-রেগরাগুই
ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১) হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিম কোনাটে, ভারান, হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে
কোচ: দিদিয়ের দেশম
আরো পড়ুন : ২৪-২৬ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন-২০২৩