সেরা পুরস্কারটা অসুস্থ ছেলেকে দিলেন বাবা হমুদউল্লাহ

ওকে নিউজ স্পেশাল খেলাধুলা তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য মুক্তমত লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিল ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে ইয়াসির আলীর শতক ছোঁয়া ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল।

১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভীষণ বাজে শুরুটা পায় বরিশাল। জিশান আলমের ইনিংসের প্রথম বলেই এলবি হন নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় ১২ রানে তাসকিন আহমেদের বলে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তাওহীদ হৃদয় ২৩ বলে ৩২ রানে বিদায় নেন। এরপর এক পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বরিশাল। শাহিন শাহ আফ্রিদি ১৭ বলে ২৭ করে কিছুটা চাপ সামাল দেন।

তবে এরপর মাহমুদউল্লাহ ও ফাহিম মিলে মাত্র ৩৫ বলে ৮৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জেতান। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন। আর ফাহিম ২১ বলে ১টি চার ও ৭টি ছক্কায় ৫৪ রান করেন।

ম্যাচসেরার পুরস্কার পান মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দারুণ ম্যাচ শেষ করলেও মন ভালো নেই এই তারকার। কেননা গত কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি তার ছেলে মাহরুজ উল্লাহ রাইদ।

তবে ম্যাচসেরার পুরস্কার তাৎক্ষনিকভাবে ছেলে রাইদকে উৎসর্গ করেন মাহমুদউল্লাহ। তখনই জানান, তার বড় ছেলে অসুস্থ, ভর্তি হাসপাতালে।

রিয়াদ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’

আরো পড়ুন : পাখির আঘাতে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা?

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *