আনন্দময় অনিশ্চয়তায় আজ শুক্রবার সন্ধ্যায় দুলবে মন। যদি বাঁকা চাঁদ ওঠে পশ্চিমের আকাশে, তবে আগামীকাল শনিবার ঈদ। চাঁদ দেখা গেলেই মন গাইবে– ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।’
এদিকে সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। মধ্যপ্রাচ্যের কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও আজ ঈদুল ফিতর। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ সন্ধ্যায় চাঁদ উদিত হবে দেশের আকাশে এবং খালি চোখে তা দেখা যাবে। এর প্রতিক্রিয়ায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে আগাম খবরে বিভ্রান্ত না হতে আহ্বান জানায়।
এর পর আবহাওয়া অধিদপ্তরও অবস্থান বদল করে। সংস্থাটি বলেছে, শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। অথচ আগে জানিয়েছিল– ‘দেখা যাবে’। ইফার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।
এবার রোজার শুরু থেকেই চাঁদ দেখা নিয়ে বিতর্ক চলছে। অন্য বছরের মতো এবারও বাংলাদেশে রমজান শুরু হয়েছে সৌদি আরবের এক দিন পর। তবে ক্রিসেন্ট ওয়াচের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও সৌদিতে রোজার চাঁদ একই দিনে দেখতে পাওয়ার কথা ছিল। বাংলাদেশে এক দিন পর রোজা শুরু হওয়ায় সৌদিতে পরের দিন ঈদ হওয়ার কথা।
তবে ঈদ যে দিনই হোক, রাজধানীবাসী নাড়ির টানে গত মঙ্গলবার থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। নির্বাহী আদেশে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি বেড়েছে। এই সুযোগে শিকড়ে ফিরছেন শহুরে মানুষ। এ বছর ঈদযাত্রায় সড়কে ভোগান্তি ও যানজট দুই-ই কম। তবু বিপত্তি যা ছিল, তা বাধা হতে পারেনি প্রিয়জনের কাছে ফেরার যাত্রায়। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার যাত্রী কম। কারণ হিসেবে বলছেন, গরম, লোডশেডিং ও অর্থনৈতিক সংকট। এই তিন কারণে এবার গ্রামমুখো মানুষের ঢল আগের চেয়ে কিছুটা কম। ঢাকা ছেড়ে যাওয়া সিমের পরিসংখ্যানও একই তথ্য জানাচ্ছে।
ব্যবসায়ীদের ভাষ্য, দামের ঊর্ধ্বগতি আর হাতে টাকার টানে এ বছর ঈদবাজারে বেচাকেনা কম। তবু ঈদ বলে কথা! সবাই সাধ্য অনুযায়ী কেনাকাটা করছেন। ঈদ মানেই তো নতুন পোশাক। আজ যদি হয় চাঁদরাত, তাহলে বিপণিবিতানে ছুটতে হবে শেষ কেনাকাটার জন্য।
ঈদে চাই ভালো খাবারও। কি দরিদ্র, কি ধনী– সবারই চেষ্টা থাকে সেরা আয়োজনের। ঈদের খাবার থেকে বাদ যাবে না কেউ, রোগীদের জন্য হাসপাতালে, এতিমদের জন্য এতিমখানায়, শিশু সদন, ছোটমণি নিবাস, বৃদ্ধাশ্রম, ভবঘুরে আশ্রয় কেন্দ্র– সবখানেই থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা। জেলখানা ও কিশোর সংশোধন কেন্দ্রগুলোতেও থাকবে উন্নত খাবার।
ঈদ মানে সকাল সকাল নতুন জামা গায়ে ঈদগাহে যাওয়া। নামাজের পর ‘দোস্ত-দুশমন’ ভুলে কোলাকুলি ঈদের চিরন্তন রীতি। এবারও দেশের প্রতিটি ঈদগাহ প্রস্তুত। জাতীয় ঈদগাহও তৈরি নগরবাসীর জন্য। প্রতিটি ওয়ার্ডে ঈদগাহ প্রস্তুত করেছে দুই সিটি করপোরেশন। নামাজ আদায় হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও।
ঈদে বড় শহরগুলো সেজেছে উৎসবের রূপে। চিড়িয়াখানা, শিশুপার্কের মতো বিনোদন কেন্দ্র খোলা থাকবে ঈদে। নতুন জামা গায়ে ঘুরে বেড়াবে শিশু। বড়দের কাছ থেকে নতুন টাকায় পাবে সালামি।
ঈদে শুভেচ্ছার রীতিও চিরন্তন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ শীর্ষ রাজনীতিকরা আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একে অপরকেও জানিয়েছেন শুভেচ্ছা।
আজ সন্ধ্যায় চাঁদ দেখতে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তার খবর জানাতে অনুরোধ করা হয়েছে।
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কাল ঈদ
সৌদি আরবে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদ। সৌদি গেজেট জানায়, এবার দেশটিতে ২৯ রোজা শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।
এদিকে গালফ নিউজ জানায়, ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনাই, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনে আগামীকাল শনিবার ঈদ উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আজ দেশগুলোতে ঈদ উদযাপন হচ্ছে না।
আরো পড়ুন : ঈদের আগমুহূর্তে আবারও বেড়েছে মুরগি, চিনি, পোলাও চাল ও সেমাইয়ের দাম