নারী শিক্ষার মহান ব্রত নিয়ে ১৯৩২ সালে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সহ¯্রাধিক শিক্ষার্থীর পদচারনায় প্রতিদিন বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়। শত শত স্বপ্নের বীজ বুনে দেওয়া হয় শ্রেণি কক্ষে । আর শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের চ্যালেঞ্জিং মোকাবেলায় যোগ্য ও সুনাগরিক করে গড়ে তুলতে ও মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষরূপে প্রতিষ্ঠিত করার জন্য ও চলে নানা আয়োজন । এ রকম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে স্কুল ডে -২০২৩ একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।
বিগত ২৬/০৯/২৩ ও ২৭/০৯/২০২৩ তারিখে স্কুল ডে অনুষ্টিত হয়েছিল। এই দুই দিন ব্যাপী স্কুল ডে-২০২৩ নামটির সাথে যতটুকু অনুভূতি জড়িয়ে আছে সেই অনুভূতি একত্র করলে এক আকাশ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে। “স্কুল ডে২০২৩” এর সম্মানিত সভাপতি ছিলেন আমাদের প্রিয় বিদ্যাপীঠের পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এ বিদ্যাপীঠের সুশিক্ষা ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের রূপকার শিক্ষার্থীদের কীভাবে বিভিন্নক্ষেত্রে এগিয়ে নেওয়া যায় এসব সূ-চিন্তাশীল ব্যক্তিত্বের অধিকারী জনাব মোঃ মইনুল হক। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে যোগ দিয়েছিলেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক এ জেলার অভিভাবক ড.ঊর্মি বিনতে সালাম । বিশেষ অতিথি রূপে আমাদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক যিনি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ সাহসী পদক্ষেপের বলিষ্ট স্বপ্নের অংশীদার জনাব বর্ণালী পাল, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের অভিভাবক, জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফজলুর রহমান, উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শিশু বিষয়ক কর্মকর্তা যিনি হাজারো শিশুর প্রতিভা অন্বেষণ করে লক্ষ্যে পৌছে দেয়ার কারিগর জনাব মোঃ জসীম উদ্দিন । উপস্থিত ছিলেন রেডিও
পল্লীকন্ঠের স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হোসেন, প্রভাতী ও দিবা শাখার শিফট ইনচার্জ মহোদ্বয়। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ আরো ও অনেক গুণীজন উপস্থিত ছিলেন।
“স্কুল ডে- ২০২৩” উদ্যাপনে আমজাদিয়ানদের মানসিক অবস্থা ছিল এমন
“কোথা ও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে
মেলে দিলেম গানের সুরে এই ডানা
মনে মনে ”
আমার প্রিয় বিদ্যাপীঠের মনোরম পরিবেশে প্রতিটি ক্লাসরুমে স্মার্ট টিভি, মাল্টিমিডিয়ায় ক্লাস ,সমৃদ্ধ ব্যবহারিক ল্যাব, শেখ রাসেল ল্যাব ডিজিটাল ইত্যাদি মাধ্যমে শিখন নিশ্চিত করা হয়। ছাত্রীদের সুস্বাস্থ্য ও অধিকার সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে জেনারেশন ব্রেকথ্রু প্রোগ্রামের নিয়মিত অনুশীলন ও চলে অপরাজিতা কর্ণারে। এমন পরিবেশে শিক্ষা গ্রহন করে আমরা খুবই আনন্দিত। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জিং মোকাবেলায় আমাদেরকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলার সকল প্রচেষ্ঠা আমাদের বিদ্যালয়ে করা হচ্ছে। মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ার প্রচেষ্ঠাটুকু নি:সন্দেহে প্রশংসার দাবিদার। আমরা কৃতজ্ঞ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্ধের কাছে এ রকম পরিবেশ ও শিখন পদ্ধতি উপহার দেওয়ার জন্য। গুণীজনের কদর করে গুনীজন প্রস্তুত করতে সদা জাগ্রত আমজাদিয়ান কতৃপক্ষ। তারই অংশ হিসেবে প্রথম দিনে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট বিতরণ করা হয়। উপভোগ করা হয় তাদের অর্জনের মাধ্যম গুলোকে।
“ স্কুল ডে- ২০২৩” আলী আমজাদ সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আরো ছিল বিজ্ঞান, অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট, বির্তক উৎস, ক্লাস পারফরমেন্স, পিঠা উৎসব, বই কর্ণার ইত্যাদির সম্মিলনে আয়োজিত “স্কুল ডে” আমাদেরকে দিচ্ছে ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনার এক অন্তহীন প্রয়াস। যদি একটু পিছনে ফিরে যাই তবেই না অনুষ্ঠানগুলোর সফলতা দেখতে পাই। এই অনুষ্ঠানের পরোক্ষ প্রভাবের ফলে আমরা ২০২২ উপজেলা পর্যায়ে ১ম এবং জেলা পর্যায়ে বিজযী হয়েছি। জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু পুরস্কার প্রতিযোগিতায় নৃত্য, গান, চিত্রাংকন, কবিতা, বির্তকে আমজাদিয়ানরা জাতীয় পর্যায়ে ও রেখেছে তাদের মেধার সাক্ষর। আর স্কুল ডে উদ্যাপনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে প্রেষণা সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আমরা ভবিষ্যতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রয়াস পাচ্ছি।
বর্তমার যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নানা আবিষ্কারের সূত্র ধরেই আমরা বর্তমানে এসে হাজির হয়েছি। যুগ যুগান্তরের শ্রম, অক্লান্ত সাধনার ফসল দিয়ে মানুষ সাফল্যের এই বিশাল ইমারতটি গড়ে তুলেছে। বিজ্ঞান মানুষকে দিয়েছে অনি:শেষ শক্তির অপরিমেয় অহমিকা। ঘুচিয়ে দিয়েছে স্থানিক ও মানসিক সংকীর্ণতা। আর বর্তমানে এই বিজ্ঞানকে নিয়েই মানুষের হাজারো জল্পনা কল্পনা। “বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ” সময় হয়েছে তা রপরিবর্তন করার। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের বলতে ইচ্ছে হয়, “বিজ্ঞান দিয়েছে সুফল ,রোধ করেছে কুফল”আর এই বিষয়কে বাস্তবায়ন করতেই আমার অনুজ ও সহপাঠীরা
• বিদ্যূৎ উপাদান
• ঝধসৎঃ ঈরঃু
• এৎববহ ঈরঃু
• পরিবেশ বান্ধব জ¦ালানি
ইত্যাদি সহ তাদের জটিল সমস্যার সমাধান নিয়ে উপস্থাপন করেছিল ৬৩ টি প্রজেক্ট । এর মাধ্যমে তারা নিজেদের ঘুমন্ত সত্ত¡কে জাগ্রত করার এক অসাধারণ সুযোগ লাভ পেয়েছিল। তাছাড়া কিছুক্ষণের জন্য হলেও নিজেদেরকে বিজ্ঞানী ভাবার সুখ আর কয়জনই বা উপভোগ করতে পাবে। আজকের অনুষ্ঠানের আরেকটি বড় আর্কষণ বাংলা ও ইংরেজি
বির্তক। সত্যি বলতে বির্তকে অংশ্রগহণের মাধ্যমে নিজেকে সাহিত্য বিশারদের মতো মনে হয়েছিল।
সৈদয় নজরূল ইসলামের মতে
“যারা প্রশ্ন করতে শেখে না তারা আধুনিক মানুষ নয়। বিতার্কিকরা প্রশ্ন করতে শিখে। তাই তারা আধুনিক মানুষ”। বির্তক কেবল একটি আলোকিত বিষয়ের সমাধান খুঁজে দেয়
না বরং আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা । তাৎক্ষণিক চিন্তা ভাবনার চিন্তা ভাবনার বিকাশ, কেনো বিষয়ের সূ-বিশ্লেষণ করতে
নিজেদেরকে করে তোলে সক্ষম । “আমরা নূতন আমরা কুঁড়ি নিখিল বন –নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।” যুগে যুগে মানুষকে উন্নতির শিখরে পৌছে দিতে
ভেবেছেন অনেকেই । আর বিশেষ করে নারীদেরকে উন্নতির শিখরে যোগ্য মানুষ রূপে গড়ে তোলার ভাবনার তালিকায় অনেক রয়েছেন । বিফল হয়নি সেই মহামানবদের
ভাবনা কিংবা যোগ্য করে গড়ে তোলার সে আপ্রাণ প্রচেষ্ঠা। দেখতে গেলে এ দেশের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জাতীয় সংসদ স্পীকার সকলেই নারী। আরো ভাবতে সুখকর
লেগেছিল “স্কুল ডে- ২০২৩” এই মহতী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নারী ।
আমাদেরকে নিয়ে ভাবনা কিংবা যোগ্য করে তোলার এক অনন্য প্রয়াস ছিল “স্কুল ডে২০২৩” এ আয়োজিত বিভিন্ন কর্মসূচী। এই অনুষ্ঠানের নেপথ্যের মহানায়ক ও স্বপ্নদ্রষ্টা
হলেন আমাদের বিদ্যাপীঠের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ মইনুল হক স্যার। আর বাকি শিক্ষকগণ হলেন এই স্বপ্ন জয়ের সারথী। দিন যাাবে, সময় গড়াবে। এক সময় রঙ ফিকে
হয়ে আসবে। কিন্তু ‘স্কুল ডে-২০২৩” এর সুখময়মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় হয়ে থাকবে চিরণবীণা।
নুজহাত মুশতারী যুহা
১০ শ্রেণি (বিজ্ঞান )
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যাল
আরো পড়ুন : ওসিকে প্রত্যাহারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের, ৫ ঘন্টা পর প্রত্যাহার