হাইড্রোজেন পার–অক্সাইড নিলামে; সর্বোচ্চ দর উঠল পাঁচ লাখ

অর্থনীতি প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আজ সোমবার প্রকাশ্য নিলামে তুলেছে ৩০ টন হাইড্রোজেন পার–অক্সাইড। নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত করা হয়। আজ সোমবার বিকেলে কাস্টমসের নিলাম শাখায় এই নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে মোট ১৫ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন মেসার্স ইয়াকুব ট্রেডিং। তিনি ৫ লাখ ২০ হাজার টাকা দর দেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার আলী রেজা হায়দার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সর্বোচ্চ দরদাতার অনুকূলে বিক্রির অনুমোদন হওয়ার কথা রয়েছে।

অনুমোদন হলে টাকা জমা দিয়ে মঙ্গলবারই খালাস নিতে পারবেন সর্বোচ্চ দরদাতা।
কাস্টমসের তথ্য অনুযায়ী, নিলামে বিক্রি হওয়া রাসায়নিকের চালানটি আমদানি করেছিল গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড। তুরস্ক থেকে চার বছর আগে চালানটি আমদানি করলেও প্রতিষ্ঠানটি সেগুলো খালাস করেনি।

সীতাকুণ্ডের বিএম ডিপোতে শনিবার রাতে ওই ভয়াবহ বিস্ফোরণে ৪১ জন নিহত হন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ডিপোর একটি কনটেইনারে আগুন লাগার পর আশপাশে থাকা শেড ও কনটেইনারে থাকা হাইড্রোজেন পার–অক্সাইডে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য রোববার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে সেগুলো নিলামে তুলে বিক্রি করল।

হাইড্রোজেন পার–অক্সাইড টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয়। এ পণ্য একসময় আমদানি করা হলেও বর্তমানে রপ্তানি হচ্ছে।

আরো পড়ুন : স্বাধীনতার জন্য একাত্তরে যুদ্ধ করেছিলেন বাবা, মানুষের জন্য জীবন দিলেন ছেলে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *