হাবিপ্রবি’র ৫ শিক্ষকের উপর হামলাকারী অফিস সহায়ক তাজুলের বিরুদ্ধে মামলা

আইন-আদালত ক্রাইম নিউজ পুরুষ পুরুষ নির্যাতন প্রচ্ছদ শিক্ষা

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুর হাজী মাহাম্মদ দানশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানসহ পাঁচ শিক্ষককে পিটিয়েছে আহত করার অভিযুক্ত একই বিভাগের অফিস সহায়ক-পিয়ন তাজুল ইসলাম এখন কোতয়ালী থানা হেফাজতে রয়েছে।
৫ শিক্ষকের উপর হামলা ও মার-ধরের অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে আজ বিকেলে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মামুম উর রশীদ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’তানভিরুল ইসলাম জানিয়েছেন, ৫ শিক্ষকের উপর হামলাকারী তাজুল ইসলাম এখন থান্স হেফাজতে অবস্থান করছে।
আমরা আগামীকাল সকালে তাকে আদালতে সোপর্দ করবো। স্বীকারোক্তির কিছু পাওয়া গেলে ভালো কথা। না পাওয়া গেলে
আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে। এ হামনার অন্যকোন উদ্দেশ্য ছিলো কি না জানা দরকার।
অভিযুর তাজুল ইসলামের বিরুদ্ধে আজ বিকেলে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মামুম উর রশীদ।
মামলা নং ৪৫,তাং- ১৬/১১/২০২২।
মামলার তদন্ত দায়িত্ব পেয়েছেন,এস আই সালাউদ্দীন।
প্রসঙ্গত: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অফিস সহায়ক তাজুল ইসলাম আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষকের উপর হামলা চালায়।
আহত শিক্ষকরা এখন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষকেরা হলেন, বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযাগী অধ্যাপক রোকনুজ্জামান রনি, একই বিভাগর সহযাগী অধ্যাপক বেলাল হাসান, প্রভাষক নির্মল চদ্র রায়, প্রভাষক হারুনুর রশিদ ও সদ্য যোগদানকারী প্রভাষক মাহবুব রহমান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনিয়ে ৫ সদয়ের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আইয়ের রেড কার্পেট সংবর্ধনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *