হুথির হামলার শিকার ব্রিটিশ জাহাজে আছেন এক বাংলাদেশি

অর্থনীতি আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ প্রবাস রাজনীতি হ্যালোআড্ডা

ইয়েমেনের এডেন উপসাগরে একটি ব্রিটিশ জাহাজ গতকাল বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলার শিকার হয়। এমভি ব্রিটিশ মার্লিন লুয়ান্ডা নামের ওই তেলবাহী জাহাজটি একজন বাংলাদেশি ক্রু আছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে জাহাজটিতে থাকা কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন। তারা ভারতীয় নৌবাহিনীর বরাতে এ তথ্য দিয়েছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে শনিবার পর্যন্ত আগুন জ্বলছিল। হামলার শিকার হয়ে আক্রান্ত জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে সাহায্যের আবেদন করেছে। ফলে যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম পাঠানো হয়। সেটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা জানিয়েছে, ‘যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জাহাজটিতে থাকা কোনো ক্রু ক্ষতিগ্রস্ত হননি।’

হামলার পর হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ তেলবাহী জাহাজ ‘মার্লিন লুয়ান্ডায়’ আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে যায়।

সূত্র: এনডিটিভি

আরো পড়ুন : ২৮ জানুয়ারি ২০২৪, রববার নামাজের সময়সূচি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *