নেতৃত্ব পেলে সাকিব আল হাসান আরও বেশি জ্বলে উঠেন, এর প্রমাণ অসংখ্যবার পেয়েছে বাংলাদেশ। আজ তৃতীয়বারের মতো টাইগারদের অধিনায়কত্বে অভিষেক হয়েছে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই তারকার। ব্যাট হাতে দারুণ পারফর্মও করেছেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় দল হিসেবে সেরাটা খেলতে পারেনি বাংলাদেশ।
অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক সাকিব। বাকিরা সবাই মিলে করেন ৫২ রান। এর মধ্যে তামিম ইকবাল ২৯ ও লিটন দাস ১২ রান করেন। ৫ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ৩টি, জাইডেন সিলস ৩টি এবং কেমার রোচ ও কাইল মায়ার্স ২টি করে উইকেট শিকার করেন।
আরো পড়ুন : ‘প্রায় ৪ লাখ পদ শূন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও বিভাগে’