১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার চ্যানেল আই এর অনুষ্ঠান সূচি

টেলিভিশন প্রচ্ছদ বিনোদন

সকাল
০৭.৩০ গান দিয়ে শুরু সরাসরি
পরিচালনায় মোস্তাফিজুর রহমান নান্টু
১১.০৫ বাংলা একাডেমি থেকে বর্ষবরণ উৎসব সরাসরি
০১:০৫ এবং সিনেমার গান
০৩:৩০ গ্লো এন্ড লাভলী সিনেদুপুর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’
চিত্রনাট্য ও পরিচালনায় মৌসুমী।
অভিনয়ে রাজ্জাক, ববিতা, ফেরদৌস প্রমুখ।
সন্ধ্যা
০৮.৩০ মেট্রোসেম টু দি পয়েন্ট
০৯:৩৫ বিবিসি
১০:১৮ ৩০০ সেকেন্ড
১১:৩০ প্রকৃতি ও জীবন
পরিচালনা : মুকিত মজুমদার বাবুচৈত্র সংক্রান্তি উৎসব
চ্যানেল আই এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সরাসরি দেখানো হবে চৈত্র সংক্রান্তি উৎসব। এ উৎসবে গান করবেন সুরের ধারার শিল্পীরা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানটি ১৩ এপ্রিল সকাল ৭.৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

পহেলা বৈশাখে
‘কখনো মেঘ কখনো বৃষ্টি’
চ্যানেল আইতে পহেলা বৈশাখ বিকেল ৩:৩০ মিনিটে প্রচার হবে রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী অভিনীত ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন মৌসুমী।

বাংলা একাডেমি থেকে
বর্ষবরণ উৎসব সরাসরি
পহেলা বৈশাখ বাংলা একাডেমি থেকে বৈশাখের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ওইদিন সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

আরো পড়ুন : করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২২ জন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *