১৬ বছরে ধ্বংস  হয়ে যাওয়া সিস্টেমগুলো সংস্কারের পর নির্বাচন: সারজিস

ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

‘শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেননি, এ অভ্যুত্থানও হয়নি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য ১৬ বছর ধরে বিরক্ত হতে হতে মানুষের পিঠ দেয়ালে লেগে গিয়েছিল।’

ছাত্র-জনতার আন্দোলনে সিলেট বিভাগে নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেনজুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট বিভাগে নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশন। গতকাল দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এসব পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ ছাড়া সংগঠনটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। ১৮ পরিবারকে ৫ লাখ টাকা করে প্রদান করা হয়।

এ সময় সারজিস আলম বলেন, ‘এ অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি। যে ফ্যাসিস্ট সরকারকে ১৬ বছরে বাংলাদেশের নামিদামি রাজনৈতিক সংগঠন নাড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

সারজিস আরও বলেন, ‘রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে, এমনটি নয়। আবার পাঁচ-ছয় বছর লাগবে সংস্কার করতে, বিষয়টি এমনও নয়। কিন্তু সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবেন না যে, এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলো ধ্বংস করা হয়েছে, সেগুলো সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন।’

চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘আসুন আমরা সবাই এসব শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াই।

শহীদদের পরিবার ও যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমরা সবাই সহযোগিতা করি। এ ছাড়া জুলাই শহীদস্মৃতি ফাউন্ডেশন সব সময় তাদের পাশে আছে।’

আরো পড়ুন : গুলিস্তান জিরো পয়েন্ট গভীর রাতে ছাত্র-জনতার অবস্থান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *